অর্পা'র লক্ষ্যঃ গ্রামীন অ-উন্নত এলাকার নিরক্ষর অনগ্রসর মানুষকে শিক্ষাদানের জন্য শিক্ষাকেন্দ্র স্থাপন করা ও অ-বৈতনিক গণশিক্ষার ব্যবস্থা চালু করা, আনুষ্ঠানিক শিশু শিক্ষা, বয়স্ক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা চালু করা। গ্রামীন ভূমিহীন, শ্রমজীবি মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে তাদের কর্ম সংস্থান সৃষ্ঠি করে উপার্জনশীল করা এবং সুবিধা বঞ্চিত শ্রেনীর ব্যক্তিদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহন করা।গ্রামীন অন-অভিজ্ঞ জন সাধারণকে স্বাস্থ্য সচেতন করা। পুষ্টি, ভিটামিন, মাতৃস্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং সহায়তা প্রদান করা। প্রাথমিক স্বাস্থ্য ও রোগ প্রতিষেধক এর মাধ্যমে রোগ নিরাময় করনের লক্ষ্যে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রশিক্ষন দেওয়া এবং শিক্ষনীয় বিষয়বস্তু ভিত্তিক পুস্তুক, লিফলেট প্রণয়ন করা ও প্রচার করা।পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন করা ও পদ্ধতি গ্রহনে উঃসাহিত করা এবং এই উদ্দেশ্যে ব্যাপক প্রচারকার্য চালানো এবং সহায়ক সেবা প্রদান করার জন্য কর্মসূচী গ্রহন করা ।গ্রামীন বিশেষ করে অনগ্রসর ভূমিহীন, শ্রমজীবি মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে : তাদের দ্বারা পেশা ভিত্তিক প্রশিক্ষন প্রদান এবং কর্ম সংস্থানের ব্যবস্থা করা ও উপার্জনশীল করে তোলা।দরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থান ও উপার্জনের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের অনুমতিক্রমে কুটির শিল্পের প্রশিক্ষন দেয়ার মাধ্যমে কুটির শিল্প গঠনে উৎসাহ দেয়া এবং কুটির শিল্প চালু করা ও সহায়তা সেবা প্রদান করা।সাধারণ মানুষকে পরিবেশগত সচেতন করা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিক্রমে পরিবেশ দুষন রোধ, পরিবেশ সংরক্ষন এবং উন্নত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নিবীড়ভাবে কাজ করা। জনগনের মধ্যে পাঠ অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের অনুমতিক্রমে পাঠাগার স্থাপন ও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিয়মিত বুলেটিন প্রকাশ করা।ধুমপান বিরোধী আন্দোলন গড়ে তোলাসহ স্বেচ্ছায় রক্তদানে জনগনকে ব্যপক উদ্বুদ্ধ করা।দুস্থ বিত্তহীন মহিলাদের দল গঠন ও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রশিক্ষন চালু করা এবং সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের অনুমতিক্রমে তাদের প্রশিক্ষন দিয়ে কর্মসংস্থানের উপযোগী করে তোলা।অল্প শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বৃত্তি মূলক প্রশিক্ষণ চালু করা এবং সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের অনুমতিক্রমে তাদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা।অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের বিনোদনের ব্যবস্থা করা এবং সক্ষম ব্যক্তিদেরকে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রশিকায়নের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা।প্রতিবন্ধীদের পুনর্বাসনে ও সামাজিকভাবে মূল্যায়নের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।নির্যাতিত, শিশু ও মহিলাদের আইনগত সুযোগ সুবিধা প্রদান ও পুনঃর্বাসনের ব্যবস্থা গ্রহন করা । বয়স্ক শিক্ষা, উপ-আনুষ্ঠনিক শিক্ষা উপযোগী কারিগরী প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরীর জন্য শিক্ষা কার্যক্রম চালু করা। থ) প্রাথমিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা, বিশুদ্ধ পানি, স্বল্প ব্যয়ে সেনেটারী ল্যাট্রিন কর্মসূচী গ্রহন করা এবং ই,পি,আই কর্মসূচীর সহায়তা করা।সেচ ব্যবস্থায় সহায়তার জন্য বৈজ্ঞানিক কৃষি সরঞ্জামাদী সরবরাহ, প্রান্তিক চাষীদের উন্নতমানের বীজ সরবরাহ করা এবং উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ ও প্রান্তিক চাষীদের সমন্বয়ে কৃষি খামার প্রতিষ্ঠা করা।প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বাংলাদেশ সরকার এর বার্ষিক বনায়ন কর্মসূচীর অধীনে অত্র সংস্থার কার্যক্রম ভূক্ত এলাকায় ব্যপক বনায়ন কর্মসূচীতে সহায়তা করা এবং বনায়ন প্রকল্প গ্রহন করা, বৃক্ষ নিধন প্রতিরোধ সম্পর্কে জন সাধারণকে সচেতন করা।ভূমিহীন ও দুস্থ মহিলাদের আয় বৃদ্ধি মূলক কর্মসূচীতে সহায়তা প্রদান করা।মহিলাদের হস্ত শিল্প ও পেশাগত শিক্ষাদান এবং উন্নয়ন সাধন করা।

VISION

ARPA believes in the service of human beings for their total (Socio-economic, Cultural, Political and Spiritual) development. Therefore, it gives priority to the poor, oppressed, marginalized and deprived group of people of the society for their advancement so to establish their human dignity, values and social justice in the community of rural Bangladesh.








No comments: